আজমিরীগঞ্জে স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

আজমিরীগঞ্জে স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

হবিগঞ্জ আজমিরীগঞ্জ বাজারে দুপুর ১২.৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ০৪ টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়। এবং সেই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ না করায় ০১ টি প্রতিষ্ঠান এবং রাস্তার উপর মোটর সাইকেল পার্কিং করায় ০১ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক রোগ (প্র.নি.নি) আইন, ২০১৮ অনুসারে ফিরোজ সিকদারকে ২০০০ টাকা, মৃনাল কান্তি রায় কে ৩০০০ টাকা, আবু সালেহ কে ১০০০ টাকা, প্রদীপ গোপ কে ৩০০০ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রিতেশ রায়কে ১০০০ টাকা এছাড়াও ইমরান হোসেনকে ২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া বেশ কয়েকটি দোকানে তল্লাশি চালিয়ে কারেন্ট জাল বিক্রি হচ্ছে কি না, যাচাই করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানে এস আই ইকবাল হোসেনের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান বলেন, আইনের শাসন রক্ষার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com