আজমিরীগঞ্জে শহীদ জগৎজ্যোতি দাস ( বীর উত্তম) বাইপাস সড়কটি সংস্কারের দাবি

আজমিরীগঞ্জে শহীদ জগৎজ্যোতি দাস ( বীর উত্তম) বাইপাস সড়কটি সংস্কারের দাবি

নিজস্ব প্রতিনিধি- হবিগঞ্জ আজমিরীগঞ্জে গুরুত্বপূর্ণ বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস ( বীর উত্তম) সড়কটি সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভাধীন উপজেলা পরিষদের অদূরে বর্তমান জীপস্ট্যান্ড থেকে শুরু হয়ে সরাপনগর ( গঞ্জেরহাটি) ও পুকুরপাড় গ্রামের মধ্যদিয়ে কাকাইলছেও – আজমিরীগঞ্জ রাস্তা পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস ( বীর উত্তম) সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই সড়কের উপর দিয়ে বর্তমানে প্রতিদিন রিক্সা, ট্রলি,মোটরসাইকেল, জীপ মালবাহী ডিস্ট্রিক্ট ট্রাক, কাভার্ড ভ্যান, লাইটেচ, টমটম সহ শত শত যাত্রী ও মালবাহী যানবাহন চলাচল করে থাকে। নৌ-টার্মিনাল, লঞ্চঘাট, চরবাজার, বদলপুর, কাকাইলছেও, সুনামগঞ্জের শাল্লা, কিশোরগঞ্জের ইটনা ও মিটামইনের বাসিন্দারা ওই সড়কের উপর দিয়ে স্ব স্ব গন্হব্যে পৌঁছতে হয়। তাই বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস ( বীর উত্তম) সড়কটির গুরুত্ব অপরিসীম। এক সময় এটি বর্ষা মৌসুমে খরস্রোতা খাল ছিল। ওই খাল দিয়ে মালবাহী নৌকা, লঞ্চ, কার্গো সহ নানা ধরণের নৌ-চলাচল করত। সময়ের বিবর্তনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সহিত পলিমাটি মিশ্রিত পানি এসে কুশিয়ারার কালনী নদীর একাংশে বিরাট চর জেগে উঠে। বন্ধ হয়ে যায় খালের মূখ। এক সময়ের চলমান নদীর উপর জেগে উঠা চরে নির্মাণ করা হয়, কাকাইলছেও – আজমিরীগঞ্জ সড়ক। এদিকে এক সময়ের চলমান খালের উপর মাটি ভরাট করে নির্মাণ করা হয় বাইপাস সড়ক। জীপস্ট্যান্ড সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস ( বীর উত্তম) সড়কে এসে সংযুক্ত হয়েছে, বানিয়াচং – আজমিরীগঞ্জ ভায়া শিবপাশা ও শরীফউদ্দিন সড়ক। তাই এটি জনগুরুত্বপূর্ণ একটি বাইপাস সড়ক। কয়েক বছর পূর্বে ওই রাস্তাটি ঢালাইয়ের দ্বারা উন্নয়ন করা হয়। ১৯৭১ ইং সনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, যে ক্ষণজন্মা বীরপুরুষ, বিজয়ের এক মাস আগে পাক হানাদার বাহিনীর সহিত সম্মুখ সমরে শহীদ হয়েছিলেন। সে শহীদ সিংহপুরুষের অবদানের কথা বিবেচনায় রেখে আজমিরীগঞ্জ পৌর প্রশাসক মোঃ গোলাম ফারুক এর উদ্যোগে বাইপাস সড়কটির নামকরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস ( বীর উত্তম) সড়ক। বর্তমানে ওই সড়ক দিয়ে ভারি যানবাহন চলাচল করায় কোন কোন স্হানে ঢালাই দেবে গেছে, উঠে যাচ্ছে রাস্তায় ঢালাইকৃত পাথরকণা। ওই সড়কে একটিমাত্র কার্লভার্ট, এটির একদিকের লোহাড়পাত উঠে গেছে। তাই অচিরেই ওই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com