সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা
আজমিরীগঞ্জে যুবককে ‘এইডস’ রোগী বানালো মেডিল্যাবের ভুল রিপোর্ট

আজমিরীগঞ্জে যুবককে ‘এইডস’ রোগী বানালো মেডিল্যাবের ভুল রিপোর্ট

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শাল্লা উপজেলার মৃধা গ্রামের বাসিন্দা রাজা মিয়ার পুত্র  রেজুয়ান মিয়া (৩০) । গত ২৩ অক্টোবর হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত মেডিল্যাব হাসপাতালে এসেছিলেন একজন রোগীকে রক্তদান করতে। যথারীতি রক্তদানের পুর্বে মেডিল্যাব হাসপাতালের প্যাথলজি বিভাগে রক্তের স্যাম্পল দেন তিনি। ঘন্টাখানেক পর রিপোর্ট হাতে দিয়ে রেজুয়ানকে জানানো হয় তিনি এইচআইভি পজেটিভ। মুহুর্তেই আকাশ ভেঙ্গে পড়ে রেজুয়ান মিয়ার মাথায়। সেখান থেকে বাড়িতে ফিরে মানসিক ভাবে অসুস্থ পড়েন তিনি। সোমবার (২৪ অক্টোবর) সকালে বন্ধুকে জানান বিষয়টি। বন্ধুর মারফত পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে একইদিন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান রেজুয়ানকে। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের প্যাথলজিতে এইচআইভির রিপোর্ট নেগেটিভ আসে রেজুয়ানের। এতে রেজুয়ান মানসিকভাবে  হন কিছুটা আশ্বস্ত ও তবুও কি মনের সন্দেহ দূর হয় ? মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে রওনা দেন সিলেটের উদ্দেশে। বিকালে সিলেটের ইবনে সিনা হাসপাতালের প্যাথলজি বিভাগে  আবারও রক্ত পরীক্ষা করান রেজুয়ান। সেখানেও তার এইচআইভি রিপোর্ট নেগেটিভ আসে। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রেজুয়ান মিয়ার অভিভাবকসহ কয়েকজন মেডিল্যাব হাসপাতালে আসেন।  হাসপাতালে আসার পর কর্তৃপক্ষের সাথে বাকবিতন্ডা শুরু হয় তাদে।  একপর্যায়ে আর্থিক লেনদেনে বিষয়টি শেষ হয় । যদিও আর্থিক রফাদফার বিষয়টি অস্বীকার করেন রেজুয়ানের অভিভাবক। এ বিষয়ে রেজুয়ান মিয়া বলেন, ‘আমি ২৩ অক্টোবর একজনকে রক্তদান করতে মেডিল্যাব হাসপাতালে যাই। সেখানে আমার রক্ত পরিক্ষা করে আমাকে ভুল রিপোর্ট দিয়ে জানায়  আমার এইচআইভি পজেটিভ। পরে আমি হবিগঞ্জ সদর হাসপাতালে এবং সিলেটের ইবনে সিনা হাসপাতালে দুই বার পরিক্ষা করে জানতে পারি আমি এইচআইভি পজেটিভ নই। এ বিষয়ে মেডিল্যাব হাসপাতালের ম্যানেজার আশরাফুল ইসলাম জানান- বিষয়টি হয়তো ভুলে হয়েছে। আমাদের টেকনিশায়ন বলেছিলো বড় মেশিনে পরিক্ষা করতে। তিনি তা করেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com