আজমিরীগঞ্জে বাল্য বিবাহের বিরুদ্ধে মোবাইল কোর্টের বিশেষ অভিযান

আজমিরীগঞ্জে বাল্য বিবাহের বিরুদ্ধে মোবাইল কোর্টের বিশেষ অভিযান

আজ ০৭ আগস্ট, ২০২০ খ্রিঃ শুক্রবার সকাল ১১ঃ৩০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের গরদাইর বড়হাটিতে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় সৌলরী STDP মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মোছাঃ নদী আক্তার (১৬), পিতাঃ সগলু মিয়া ও দশম শ্রেণির ছাত্র তারেক মিয়া (১৮), পিতা মুর্শেদ মিয়া এর মধ্যে বিয়ের অনুষ্টানের আয়োজন করায় বিয়ের অনুষ্ঠান তাৎক্ষণিক ভাবে ভেঙ্গে দেয়া হয়। এবং এ অনুষ্টানের আয়োজনকারী বর ও কনের পিতাদ্বয় সগলু মিয়া (৫০), পিতা মৃত মনু হোসেন এবং মুর্শেদ মিয়া (৪৮), পিতা মৃত আব্দুর রহমান উভয়কে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা করে মোট ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ছেলে মেয়ের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেবেন না মর্মে তাদের কাছ থেকে অঙ্গীকার রাখা হয়।
এ অভিযানে এস আই এমরান এর নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাল্যবিবাহ রোধে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com