স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের আজমিরীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছ থেকে কম দামে সরকারি ত্রাণের চাল ক্রয় করার অভিযোগ মোশাহিদ মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীকে বিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) বিকাল তিনটায় আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম কাকাইলছেও বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এই অর্থদন্ডাদেশ প্রদান করেন। মোশাহিদ মিয়া উপজেলার শিবপাশা ইউনিয়নের বাসিন্দা ও কাকাইলছেও বাজারের চালের ব্যবসায়ী। জানাযায়, বুধবার কাকাইলছেও এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করার সময় উপকারভোগীদের কাছ থেকে সেই চাল সল্প মূল্যে কিনে ব্যবসা করছিলেন মোশাহিদ মিয়া। বিষয়টি জানার পর কাকাইলছেও বাজারে অভিযান পরিচালনা করে মোশাহিদ মিয়ার দোকান থেকে সরকারি ত্রাণের ৯০০ কেজি চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সফিকুল ইসলাম। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারা আনুযায়ী মোশাহিদ মিয়াকে নগদ বিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলীর নেতৃত্বে কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রকিবুল হাসানসহ পুলিশের একটি দল সার্বিক সহযোগীতা প্রদান করেন। ভ্রাম্যামান আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিবুল হাসান। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলাম জানান, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply