আজও সড়কে শ্রমিকরা: বিক্ষোভে উত্তাল মিরপুর-আশুলিয়া, আহত ১০

আজও সড়কে শ্রমিকরা: বিক্ষোভে উত্তাল মিরপুর-আশুলিয়া, আহত ১০

আজও সড়কে শ্রমিকরা: বিক্ষোভে উত্তাল মিরপুর-আশুলিয়া, আহত ১০
আজও সড়কে শ্রমিকরা: বিক্ষোভে উত্তাল মিরপুর-আশুলিয়া, আহত ১০

লোকালয় ডেস্ক- সরকার নির্ধারিত মজুরি কাঠামোর বৈষম্যের কারণে আজও রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভে নেমেছে গার্মেন্ট শ্রমিকরা।

শনিবার (১২ জানুয়ারি) সকাল ১০টার পর থেকে মিরপুর এলাকার দারুস সালাম, টেকনিক্যাল, বাংলা কলেজের সামনের সড়ক, শেওড়া পাড়া, মিরপুর-১৪ নম্বর এলাকায় সড়কে জড়ো হয়ে শ্রমিকরা বিক্ষোভ করছে।

এছাড়া আশুলিয়া ও গাজিপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তারা অবস্থান নিয়েছে তারা। ভাঙচুর করা হয়েছে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার। আশুলিয়া এলাকায় শ্রমিকদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। সকাল থেকেই পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে ইতিমধ্যে আহত হয়েছে অন্তত ১০ জন।

জানা গেছে, মিরপুর-১৪ তে সকাল থেকেই সড়ক অবরোধ করে তারা। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে মিরপুর টেকনিক্যাল মোড় এলাকায়ও।

বাংলা কলেজ ও টেকনিক্যাল মোড়ের মধ্যবর্তী এলাকার দু’লেনেই অবস্থান নিয়েছে আশপাশের ৫টি গার্মেন্টস শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার ভাঙচুর করেছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, ‘শ্রমিকরা সড়কে বিক্ষোভ করছে। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ সহযোগিতা করবে। তবে কেউ নাশকতার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com