আগামী অক্টোবর থেকে সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু

আগামী অক্টোবর থেকে সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন আগামী অক্টোবর মাস থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। আজ সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই নির্বাচনে সব দল অংশ নেবে বলেও আশা প্রকাশ করে তিনি।

আগামী সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহারের কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন সিইসি। নুরুল হুদা বলেন, প্রশাসনিক জটিলতা, নদী ভাঙনসহ বিভিন্ন কারণে কিছু আসন পুনর্বিন্যাসের কাজ চলছে। তবে, এতে সব আসনে প্রভাব পড়বে না। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারী ২০১৯ সালে নির্বাচন হতে পারে।

এ সময় বিএনপি প্রস্তাবিত নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে নির্বাচন কমিশন কী ভাবছে জানতে চাইলে তিনি বলেন, এটা রাজনৈতিক বিষয়। সরকারই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে আমি আশা করছি সব দল নির্বাচনে অংশ নিবে।

সিইসি পরে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com