স্টাফ রিপোর্টার : রেলওয়ের অসাধু প্রকৌশলীর সহযোগিতায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বধ্যভূমিটি বস্তিবাসীর দখলে চলে গেছে। সমপ্রতি শায়েস্তাগঞ্জ জংশনের রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী পূর্ত (আইডব্লিও) মিঠুন দাসের অপকর্মের সংবাদ প্রকাশ হলে তার সহযোগীরা বিভিন্ন স্থানে দৌড়ঝাঁপ শুরু করেছে। এমন কি পত্রিকায় সংবাদ প্রকাশ বন্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে। এদিকে অনুসন্ধানে তার আরও অপর্কমের কাহিনী উঠে আসছে। শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজার রেলগেইট সংলগ্ন রেলের জায়গায় বধ্যভূমির অবস্থান। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত বধ্যভূমিটি (আইডব্লিউ) মিঠুন দাসের ছত্রছায়ায় এখন বস্তিবাসীর দখলে। একদল অসামাজিক লোক তার কাছ থেকে কাগজপত্র ছাড়াই লিজ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি তৈরি করে বিভিন্ন ব্যবসা চালাচ্ছে পাশাপাশি মদ ও গাঁজা সেবনসহ অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বছর খানেক আগে বধ্যভূমিটি তারকাঁটা দিয়ে বেড়া দেওয়া হয়েছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বস্তিবাসী তারকাঁটা ও পিলার উপড়ে ফেলে এখানে ময়লা আবর্জনা ফেলছে। এ বিষয়ে একজন বীর মুক্তিযোদ্ধা জানান, ১৯৭১ সালে পাক বাহিনীর হাতে বীর মুক্তিযোদ্ধা শহীদ হলে এখানে গণকবর দেয়া হয়।
Leave a Reply