অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেল ভারত

অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেল ভারত

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে অতীতের সব রেকর্ড ভেঙেছে ভারত। দেশটিতে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় সাড়ে ১০ হাজারের মতো মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে দেশটিতে প্রাণ গেছে ২৯৭ জনের।

করোনায় সংক্রমণের দিক থেকে ভারতের অবস্থান যুক্তরাজ্যের পরই, অর্থাৎ ষষ্ঠ স্থানে। লকডাউন শিথিলের পর প্রতিদিন গড়ে প্রায় ১০ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছেন দেশটিতে। মৃতের সংখ্যাও বাড়ছে হু-হু করে।

দেশটির সরকারি হিসাব অনুযায়ী , মোট মৃত্যু ছাড়িয়েছে ছয় হাজার ৬০০। ৪৪ লাখ টেস্টে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে দু’লাখ ৪০ হাজারের মতো। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ১৩ হাজার ভারতীয়।

ভারতে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এরপরই তালিকায় রয়েছে রাজধানী দিল্লি, তামিলনাড়ু, গুজরাট। গণমাধ্যমগুলো বলছে, বিশেষ ট্রেনে ভাসমান শ্রমিকরা নিজ নিজ বাড়িতে ফেরার পর কিছু রাজ্যে করোনার সংক্রমণ বেড়েছে ১০ গুণ।

ভারতে ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে লকডাউন। এরমাঝেই সীমিত পরিসরে সোমবার থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরছে দেশটি। থাকছে রাত্রিকালীন কারফিউ, চলাচলে বিধিনিষেধসহ নানা শর্ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com